লক ডাউনের পর শাটডাউন ,কেমন হবে এই শাটডাউন?
দীর্ঘদিন লক ডাউনে থাকার অভিজ্ঞতা অনেকেরই হয়েছে কিন্তু এবারে দর্শক নতুন অভিজ্ঞতা লাভ করবে।আর সেটি হলো শাট ডাউন ।এই অবস্থায় যানবাহন, অফিস-আদালত কি খোলা থাকবে?এর উত্তর হচ্ছে না।
এই পরিস্থিতিতে সব কিছুই বন্ধ থাকবে বাজার ঘাট থেকে শুরু করে অফিস আদালতে সবকিছুই বন্ধ থাকবে।মানুষ এই সময় বাসায় থাকবে এবং নিত্য প্রয়োজনীয় জিনস কেনা ছাড়া বাইরে বের হতে পারবে না।এই শাট ডাউনের সময় কাল হবে 14 দিন।আপনারা এর আগে দেখেছেন ইন্ডিয়ায় আক্রান্তর পরিমান ছিল 4 লক্ষ,সেখানে শাট ডাউন দেওয়ার পর সেটা দাঁড়িয়েছে 50 হাজারে।সুতারং আমাদের দেশেও এই রকম শাট ডাউন 2 সপ্তাহ রাখা যায় তাহলে সংক্রান্তের হার অনেকটাই কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শাট ডাউন কিভাবে নিবে জনগণ?
এর আগে আমরা দেখেছি যে লক ডাউন,কঠোর লক ডাউন এসবের তোয়াক্কা সাধারণ মানুষ করেনি,কিন্তু এবারে কি হবে?এবারে এই 14 দিনের শাট ডাউন নাকি খুব কঠোর ভাবে পালন হবে বলে মন্তব্য করেন জনপ্রশাসন মন্ত্ৰী। সামনে শাট ডাউন এর জন্য সব ধরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
অতএব সাধারন মানুষকে এই বেপারে প্রস্তুতি নিতে হবে যেমনঃবিধি নিষেদ পালন করতে হবে,নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং লকডাউনের সময় যেগুলো পালন করা হয়েছিল সেগুলো খুব আন্তরিকতার সাথে পালন করতে হবে।
বিস্তারিত জানুনঃ
- কিছুই মন চায় না।মানসিক সমস্যা সমাধানের উপায় খুজছেন?
- নগত কি?নগত একাউন্ট কেন খুলবেন?নগতের সুবিধা ২০২১
- ওয়েব ডিজাইন কি?ওয়েব ডিজাইন কেন শিখবেন ?এটা দিয়ে কি করবেন?